বেসিক কম্পিউটিং ও সফটওয়ার

by | Mar 22, 2023

আজকে আমরা যা শিখবো

1. ইন্ট্রোডাকশন 2. বেসিক কম্পিউটার অপারেশন 3. ফটোশপ কি 4. ফটোশপ কেন শিখব 5. ভেক্টর ও রাস্টার গ্রাফিক

কম্পিউটার কি?

কম্পিউটার (Computer) শব্দটি এসেছে কম্পিউট(Compute) শব্দ থেকে। কম্পিউট(Compute) একটি গ্রীক শব্দ যার অর্থ গননা করা। কিন্তু এখনকার দিনে কম্পিউটার শুধুমাত্র গননা করার কাজে ব্যবহৃত হয়না। কম্পিউটার এর কাজ এখন অনেক ব্যাপক।

কম্পিউটারের প্রধান দুইটি অংশ হলঃ

•হার্ডওয়্যার

•সফটওয়্যার

সফটওয়্যার কি

কম্পিউটারের বিভিন্ন কাজ সম্পাদন করার লক্ষ্যে কম্পিউটারের ভাষায় লিখিত সাজানো নির্দেশমালা প্রোগ্রাম। প্রোগ্রাম অথবা কতগুলো প্রোগ্রাম সমষ্টি যা কম্পিউটারের হার্ডওয়্যার ও ব্যবহারকারীর মধ্যে সম্পর্ক সৃষ্টির মাধ্যমে হার্ডওয়্যারকে কার্যক্ষম করে তাকেই সফটওয়্যার বলা হয়ে থাকে। সফটওয়্যার আবার দুই ধরনের হয়ে থাকে।

•সিস্টেম সফটওয়্যার

•এপ্লিকেশন সফটওয়্যার

ফটোশপ কি?

অ্যাডোবি ফটোশপ (Adobe Photoshop) একটি গ্রাফিক্স  এডিটিং সফটওয়্যার। সাধারণ ভাবে সফটওয়্যারটিকে শুধুমাত্র ফটোশপ নামেই ডাকা হয়। এই সফটওয়্যারটি তৈরি করেছে অ্যাডোবি সিস্টেমস। অ্যাডোবির সবথেকে জনপ্রিয় সফটওয়্যার এটি।

PSD File মানে কি ?

Photoshop এর default file extension হলো এই .PSD (Photoshop Document). একটি PSD file এর মধ্যে maximum 30,000 pixels এর width এবং height থেকে থাকে। সাথে একটি file এর length limit 2 gigabytes পর্যন্ত হয়ে থাকে।

আবার একটি আলাদা রকমের photoshop file রয়েছে যেটাকে .PSB (Photoshop Big) বলে বলা হয়।

ফটোশপ দিয়ে কি কি কাজ করা যায়

যখনি প্রশ্ন করা হয় যে, ফটোশপ এর কাজ কি? বা ফটোশপ দিয়ে কি কি কাজ করা যায় ? তখন মূলত এই variety of tools এবং multiple image-editing functions গুলোর উল্লেখ জরুরি।

•Photo Editing

•Print Design

•Art & Illustration

•Web Design

•Mobile Application Design

•Film & Video

ভেক্টররাস্টার গ্রাফিক

রাস্টার গ্রাফিক যাকে বিটম্যাপ গ্রাফিকও বলা হয়। এমন ডিজিটাল চিত্র যা ছোট আয়তক্ষেত্রাকার পিক্সেল বা চিত্র উপাদানগুলির সমন্বয়ে গঠিত হয় ।

ভেক্টর গ্রাফিক কি?

লাইন ও শেপের মাধ্যমে তৈরি গ্রাফিক্সকে ভেক্টর গ্রাফিক বলা হয়। ভেক্টর গ্রাফিক হচ্ছে জ্যামিতিক প্রিমিটিভ যেমন বিন্দু, রেখা, বক্ররেখা, বহুভুজ, ইত্যাদির গাণিতিক সমীকরণ ব্যবহার করে কম্পিউটার গ্রাফিক্স এর ছবি উপস্থাপনের পদ্ধতি। এটি র‍্যাস্টার গ্ৰাফিকের  চেয়ে ভিন্ন, যেখানে ছবিকে পিক্সেলের সমষ্টি হিসেবে উপস্থাপন করা হয়।

শীঘ্রই আসছে !

আমাদের সাথেই থাকুন !

Mentor Join form










    নিচের ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করুন

    যেকোনো প্রয়োজনে কল করুন

    +8801896177771 (সকাল ১০টা থেকে রাত ৮টা)






      নিচের ফর্মটি সঠিক তথ্য দিয়ে ফ্রী সেমিনারে যোগদান করুন