ইমেজ/ ফটো রিটাচিং কি ? কেনো শিখবেন এবং আয় সম্ভাবনা কেমন?

by | Mar 31, 2023

ইমেজ/ ফটো রিটাচিং (Image Retouching)কি ?

সাধারনত, DSLR দিয়ে ছবি তুললেই তা পরিপূর্ন ছবি হয় না। কালার, আকৃতি, সাইজ সবকিছু আপনার চাহিদামতো পরিবর্তন করতে হয়। মূলত ঐ সকল পরিবর্তনের মাধ্যমে একটি ছবি কে কাঙ্খিত রুপ দেওয়াকেই ইমেজ/ ফটো রিটাচিং বলা হয়।

কেনো আমরা শিখবো?

সহজ কথায় বলা যায় যে, যদি আপনি ছবি নিয়ে কাজ করতে চান তাহলে আপনাকে ইমেজ রিটাচিং শিখতেই হবে। ছবিকে প্রান দেওয়াই ইমেজ রিটাচিং এর প্রধান উদ্দেশ্য। ব্যক্তিগত বা পেশাগত কারনে আপনাকে ইমেজ রিটাচিং শিখতে হয়। যদি আপনি চান ইমেজ রিটাচিং এর মাধ্যমে আপনি ঘরে বসে অনলাইন ফ্রিলান্সিং করবেন, তাহলেও ইমেজ রিটাচিং শিখতে পারেন। ইমেজ রিটাচিং মোটামুটি সহজ কাজগুলির মধ্যে একটি। তাই অনেকে শখের বশেও শিখে থাকে।

মার্কেটপ্লেসের চাহিদা কেমন?

এক কথায় প্রচুর চাহিদা রয়েছে ইমেজ রিটাচিং এর। পৃথিবীতে ছবির পরিমান দিন দিন বৃদ্বি পাচ্ছে। তাহলে বুঝতেই পারছেন যে, ভালো কাজ জানা থাকলে প্রচুর পরিমান কাজ পাওয়া যায় ইমেজ রিটাচিং এর উপর।

আয় সম্ভাবনা কেমন?

একটা গড় হিসাব দিতে গেলে বলতে হয় যে, শুরুতে আপনার ইকটু কম আয় হবে। নিজের একটা অবস্থান তৈরি করতে পারলে ও ক্লায়েন্ট ম্যানেজম্যান্ট করতে পারলে আপনি অনাআসেই মাসে ৫০০ ডলার আয় করতে পারেন ফটো রিটাচিং এর মাধ্যমে। তবে সাধারনত, প্রতিটি ছবির জন্য আপনি ২ ডলার থেকে ৫ ডলার আয় করতে পারবেন খুব সহজেই। আর ইমেজ রিটাচিং এর ক্ষেত্রে মূলত একসাথে ২০০-৫০০ ছবির কাজ পাওয়া যায় যা অন্য কোন সেক্টরে সাধারনত পাওয়া যায় না।

ইমেজ এডিটিং শিখতে চাইলে এখনই রেজিট্রেশন করুন: https://forms.gle/RZzTcKRWSG7NHmqR6

শীঘ্রই আসছে !

আমাদের সাথেই থাকুন !

Mentor Join form










    নিচের ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করুন

    যেকোনো প্রয়োজনে কল করুন

    +8801896177771 (সকাল ১০টা থেকে রাত ৮টা)






      নিচের ফর্মটি সঠিক তথ্য দিয়ে ফ্রী সেমিনারে যোগদান করুন